প্রয়াত হলেন পণ্ডিত শিব কুমার শর্মা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি হলেন একজন কিংবদন্তি সন্তুর বাদক। সন্তুর হল জম্মু ও কাশ্মীর অঞ্চলের একটি জনপ্রিয় বাদ্যযন্ত্র যা তাঁর হাতের ছোঁয়ায় বিশ্বজুড়ে জনপ্রিয়তা পায়।সূত্রের খবর, আজ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে পণ্ডিত শিবকুমার শর্মার। তিনি গত ছয় মাস ধরে কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন এবং তাঁর ডায়ালাইসিস চলছিল। অবশেষে আজ সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী মনোরমা ও ছেলে রাহুল শর্মাকে রেখে গেলেন। রাহুল শর্মাও একজন সন্তুরবাদক।
One of the legends of Indian classical music Pandit Shiv Kumar Sharma has passed