Advertisement

Oscars 2023-Sand Art: অস্কারে ভারতের জয়জয়কার, স্যান্ডআর্টে অভিনন্দন শিল্পী সুদর্শনের

৯৫ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড তথা অস্কারের মঞ্চে ভারতের জয়জয়কার। প্রায় ১৪ বছর পর ভারতে এল গোল্ডেন লেডি। আরআরআর সিনেমার নাটু নাটু গান সেরা মৌলিক গানের বিভাগে অস্কার জিতে নেয়। পাশাপাশি কার্তিকী গঞ্জালভেস পরিচালিত এবং গুনীত মোঙ্গা প্রযোজিত তথ্যচিত্র ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’পুরস্কৃত হল সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র বিভাগে। ভারতীয় সিনেমার জন্য গর্বের মুহূর্ত ধরে রাখতে ওড়িশার পুরী সমুদ্র সৈকতে স্যান্ডআর্ট দিয়ে অভিনন্দন জানালেন শিল্পী সুদর্শন পট্টনায়েক।

Advertisement
POST A COMMENT