Advertisement

Parambrata Piya Wedding: 'বেশি বয়সে বিয়ে করলে যেমন লাগে...', চারহাত এক নিয়ে যা বললেন পরমব্রত

সোমবার ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমেই চারহাত এক হয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় ও পিয়া চক্রবর্তীর। গত ২ বছর ধরে তাঁরা ডেট করলেও সেই খবর প্রকাশ্যে নিয়ে আসেননি। রবিবার রাতেই আচমকা জানা যায় যে পরমব্রত ও পিয়া বিয়ে করতে চলেছেন। পরমব্রতর বিয়ের পার্টিতেও ব্রাত্য টলিউড। তবে হাজির ছিলেন নায়কের বিজনেস পার্টনার প্রযোজক-পরিচালক অরিত্র সেন এবং পিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ অভিনেতা ঋতব্রত মুখোপাধ্যায় ও অনুষা বিশ্বনাথন। বিয়ের পর রিসেপশ পার্টিতে যাওয়ার আগে পরমব্রত জানান, বেশি বয়সে বিয়ে করলে যেমন লাগে ঠিক তাঁরও তেমন লাগছে। এরপর যোগ করেন, ‘বিয়েটা প্রথম থেকেই খুব প্রাইভেট রাখতে চেয়েছি। একেবারে ঘরোয়াভাবে অনুষ্ঠান হয়েছে। যে ফর্মালিটিগুলো থাকে আর কী, রীতি মেনে কিছু হয়নি। এখন এক বন্ধুর বাড়িতে ইনভাইট করেছে, সেখানে যাচ্ছি। দেখি পরে বড় করে কিছু করার ইচ্ছে রয়েছে’।

Advertisement
POST A COMMENT