Advertisement

Parambrata Chatterjee Relationship: স্বস্তিকা-ইকা-রাইমার সঙ্গে চুটিয়ে প্রেম, অনুপম-প্রাক্তন পিয়ার গলায় মালা দিচ্ছেন পরমব্রত

অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়ের পরিচয় নতুন করে দেওয়ার দরকার লাগে না। টলিউডে তাঁর অভিনয় শুরু ছোটপর্দা থেকেই। কিন্তু তিনি তাঁর নিজের অভিনয়ের জোরে ইন্ডাস্ট্রিতে পা জমিয়ে ফেলেছেন। অভিনয়ের পাশাপাশি পরমব্রত পরিচালনার কাজেও নিজেকে দক্ষ বলে প্রমাণিত করেছেন। তবে পেশাদার জীবন অভিনেতার যতটা প্রশংসিত ঠিক ততটাই চর্চিত পরমের ব্যক্তিগত জীবন। একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন অতীতে। তিনি কবে বিয়ে করছেন বা তাঁর কার সঙ্গে সম্পর্ক রয়েছে, তা জানার কৌতুহল কম ছিল না। অবশেষে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সঙ্গে বিয়ে করতে চলেছেন অভিনেতা। তবে তার আগে পরমব্রতর অতীতের সম্পর্কগুলিতে একনজরে ঢুঁ মারা যাক।

Advertisement
POST A COMMENT