নগ্ন ছবি শুট করে বিপাকে বলিউড অভিনেতা রণবীর সিং। এই ছবি শুট করে এমনিতেই ট্রোলিংয়ের মুখে পড়ছেন রণবীর। আর এবার তাঁকে পড়তে হল আইনি ঝামেলায়। নগ্ন ছবি শুট করার জন্য মুম্বইয়ের চেম্বুর থানায় অভিনেতার বিরুদ্ধে FIR দায়ের হয়েছে। রণবীরকে গ্রেফতারের দাবিও উঠেছে। অভিযোগ, রণবীর মহিলাদের অনুভূতিতে আঘাত করেছেন।
Ranveer Singh trouble for nude photoshoot