ছোটোবেলাটা মোটেও স্বাচ্ছ্বন্দ্য়ের সঙ্গে কাটেনি। বরং বেশ অর্থাভাবেই কেটেছে। একটা ছোটো ঘরে গোটা পরিবার থাকত। 'ব্যক্তিগত'-তে জানালেন অভিনেত্রী-রাজনীতিবিদ রূপা গঙ্গোপাধ্য়ায়।