Advertisement

Rudranil Ghosh Exclusive: অভিনয় জীবন থেকে রাজনীতি, প্রসেনজিৎ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়; 'ব্যক্তিগত' রুদ্রনীল ঘোষ

অভিনেতা হিসেবে জীবন শুরু করলেও এখন তিনি সক্রিয় রাজনীতিবিদ। তাঁর ঝুলিতে রয়েছে চ্যাপলিন, ভিঞ্চি দা-র মতো সিরিয়াস ছবি। মূলত কমেডিয়ান হিসেবে সিনেমায় অভিনয় শুরু করলেও যত দিন গড়িয়েছে, নিজেকে ভেঙেছেন। হিন্দি ছবিতেও হাতেখড়ি হয়েছে তাঁর। এক সময় তৃণমূল করতেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠবৃত্তের নেতা হিসেবেই পরিচিত ছিলেন। তবে পরে বিজেপি-তে যোগ দেন। সাহসী অভিনেতার মতো তিনি একজন সাহসী রাজনেতাও বটে। 'ব্যাক্তিগত'-তে অতিথি হিসেবে আসছেন রুদ্রনীল ঘোষ।

Advertisement
POST A COMMENT