রবিবার, অভিনেতা মনোজ বাজপেয়ী সাহিত্য আজ তক 2023-এর মঞ্চে রঙিন পরিবেশ তৈরি করেছিলেন। মনোজ জানালেন তাঁর আসন্ন দুটি ছবি 'জোরাম' ও 'ভাইয়াজি'র কথা। মনোজ কবিতা পাঠ, সংলাপ এবং গানে দুর্দান্ত পরিবেশ তৈরি করেছিলেন। মনোজ বলেন, আগে আমাকে বেছে নিতে হতো টাকার জন্য কাজ করব নাকি অভিনয়ের জন্য কাজ করব। কিন্তু এখন মানুষ টাকা দেয়।