রাস্তার দোকানে লুচি খেতেন জুবিন গর্গ। হাজার টাকার বিল হলে পকেটে হাত দিয়ে যত টাকা আসত, সেটাই দিয়ে দিতেন বিক্রেতাকে। ঘরে কেউ এলে কাউকে ফেরাতেন না। প্রিয় জুবিনদাকে স্মরণ করলেন গায়িকা জুবলি বড়ুয়া।