রাজধানী দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে 'সাহিত্য আজতক'। তিন দিন ধরে চলবে এই সাহিত্য উৎসব। 'ব্যাড বয় বাদশা' সেশনে যোগ দেন বাদশা। গান, নিজের জীবন নিয়ে নানা অজানা কথা শেয়ার করেছেন এই গায়ক।