কলকাতায় সাহিত্য আজতকের আসর বসেছে। এই মঞ্চে উপস্থিত ছিলেন ঊষা উত্থুপ। খোলামেলা কথায় গানে মঞ্চ মাতালেন তিনি। প্লেব্যাক সিঙ্গার হিসাবে নয়, বরং নাইট ক্লাবের শিল্পী হিসাবেই শুরু হয়েছিল কেরিয়ার। তবে বিশেষ ধরনের কণ্ঠ বা ভয়েস টেক্সচার প্রথম থেকেই তাঁর পরিচয় আলাদা করে দিয়েছে শ্রোতাদের কাছে। আবার ওই কণ্ঠের জন্যই একসময় স্কুলের গান থেকে বাদ পড়েছিলেন। পাঁচ দশকের বেশি সময় ধরে শ্রোতাদের মন জয় করে চলেছেন তিনি।