Advertisement

Bollywood News: শাহরুখের পরিবারের সঙ্গে একফ্রেমে দেখা গেল সলমন খানকে!

আম্বানিদের ডাকে এক ছাদের নীচে বলিউড। শাহরুখের পরিবারের সঙ্গে একফ্রেমে দেখা গেল সলমন খানকে! শুক্রবার আম্বানি পরিবারের এক অনুষ্ঠানে শামিল হয়েছিলেন বলিউডের রথী-মহারথীরা। শাহরুখ খানের দেখা না মিললেও তাঁর অভাব পূরণ করলেন ভাইজান। গৌরী খান ও সুহানা-আরিয়ানদের সঙ্গে একফ্রেমে পোজ দিলেন সলমন। প্রিয় বন্ধু তথা সহকর্মীর পরিবারের পাশে হাসিমুখে ঝলমল করলেন সল্লু মিঁয়া। এদিন শাড়িতে দেখতে পাওয়া গেল গৌরী খানকে, কাঁধ খোলা লাল গাউনে তাক লাগালেন সুহানা। মেরুন জ্যাকেট, কালো প্যান্টে হ্যান্ডসাম লুকে পাওয়া গেল আরিয়ান খানকে। শাহরুখের পরিবার ছবির জন্য পোজ দেওয়ার ফাঁকেই ভেনুতে হঠারই হাজির হন সলমন। একেবারে কালো শ্যুট পরে থাকতে দেখা যায় সালমনকে। আর তাঁকে দেখা মাত্রই গৌরী সলমনকে ডেকে নেন ফটোশ্যুটের জন্য।

Salman Khan joins Shah Rukh's family

Advertisement