মুম্বইয়ে নর্থ বম্বে সর্বজনীন দুর্গাপুজো সমিতিতে মা রিমা লাহিড়ীর সঙ্গে অঞ্জলি দিল বাপ্পি লাহিড়ীর নাতি রেগো-বি। সদ্য সারেগামাপা থেকে ‘বাচ্চা পার্টি’ নামে একটি গান মুক্তি পেয়েছে বাপ্পির নাতির। রেগোর এটি প্রথম অ্যালবাম। মুক্তি পাওয়ার পরই কয়েক লক্ষ ভিউজ পেয়েছে মিউজিক ভিডিওটি। মায়ের সঙ্গে অঞ্জলি দেওয়ার পর তাই খুশিতে আত্মহারা রেগো।
Bappi Lahiri grandson Rego B song Baccha Party hits internet