Advertisement

Rupankar Bagchi On KK: কেকে-র মৃত্যুতে দুঃখপ্রকাশ করে 'হু ইজ কেকে?' মন্তব্যের ব্যাখ্যা রূপঙ্করের

ফেসবুকে এখন কেকে ভক্তদের আক্রমণের মুখে রূপঙ্কর বাগচি। এনিয়ে প্রথমবার মুখ খুললেন রূপঙ্কর। প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকে তিনি জানান,'নিঃশর্ত ক্ষমা চাইছি। ফেসবুক থেকে ওই ভিডিও ডিলিট করলাম। আমি আন্তরিকভাবে দুঃখিত। কেকে যেখানেই থাকুন ঈশ্বর যেন তাঁকে শান্তিতে রাখেন।' তাঁকে বিভীষিকর মুখে পড়তে হয়েছে বলেও দাবি করেন রূপঙ্কর। তিনি বলেন,'সঙ্গীতজীবনে কখনও এমন বিভীষিকার মুখোমুখি হইনি।'

Rupankar Bagchi Clarifies his Stand after trolled for his video 'Who Is KK

Advertisement
POST A COMMENT