কোনওদিন গান শেখেননি। কারও কাছে প্রশিক্ষণ নেননি। অথচ তিনিই গেয়েছেন একের পর এক হিট গান। লিখেওছেন। তাঁর জীবনে গান কীভাবে এল? 'ব্যক্তিগত'-তে জানালেন গায়ক সিধু।