scorecardresearch
 
Advertisement

Usha Uthup On Lata Mangeshkar: ‘গলা ভাল রাখতে মিছরি দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী’, স্মৃতি রোমন্থনে ঊষা উত্থুপ

Usha Uthup On Lata Mangeshkar: ‘গলা ভাল রাখতে মিছরি দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী’, স্মৃতি রোমন্থনে ঊষা উত্থুপ

“যখনই লতাজিকে ফোন করতাম ঠিক চিনতে পেরে যেতেন। কেমন করে বুঝতেন, জিজ্ঞেস করাতে তিনি বলতেন, তোমার আওয়াজ সবার থেকে আলাদা। গলা ভাল রাখতে আমাকে একাধিকবার মিছরি দিয়েছিলেন সুর সম্রাজ্ঞী। তাঁর সৃষ্টিই তাঁকে আমাদের মাঝে অমর করে রাখবে।” লতা মঙ্গেশকরের স্মৃতি রোমন্থনে এমন অনেক কথা বললেন ঊষা উত্থুপ। দেখুন ভিডিও।

Usha Uthup's Reaction on Death of legendary singer Lata Mangeshkar

Advertisement