সুপারস্টারকে ঘিরে উত্তেজনার নানা উদাহরণ রয়েছে দক্ষিণ ভারতে। কিন্তু চেন্নাই এয়ারপোর্টে থালাপতি বিজয়কে ঘিরে যা ঘটল, তা মারাত্মক। চরম বিশৃঙ্খলা। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে ফেরার পর বিমানবন্দরের বাইরে বিপুল সংখ্যক অনুরাগী তাঁকে এক ঝলক দেখার জন্য ভিড় করেন। সেই ভিড়ের চাপে গাড়ির দিকে এগোতে গিয়ে হঠাৎ পা হড়কে পড়ে যান জনপ্রিয় অভিনেতা ও তামিলাগা ভেত্ত্রি কাজাগাম (TVK)-এর সভাপতি বিজয়। ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই নিরাপত্তারক্ষীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে তুলে ধরেন এবং নিরাপদে গাড়িতে বসিয়ে দেন। টেলিভিশন সূত্রে দাবি করা হয়েছে, বিমানবন্দরের ভেতরে বিজয়ের কনভয়ের একটি গাড়ির সামান্য দুর্ঘটনাও ঘটে, যদিও এ বিষয়ে কোনও সরকারি বিবৃতি মেলেনি।