টিভি অভিনেত্রী তুনিশা শর্মার মৃত্যু হত্যা বা লাভ জিহাদের কারণে হয়েছে এই তত্ত্ব অস্বীকার করেছে। এই মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেছে মুম্বই পুলিশ। তাদের তরফে জানানো হয়েছে, বিচ্ছেদের টেনশনে তুনিশা আত্মহত্যা করেছেন।
TV Actress Tunisha Sharma Death Case Updates