scorecardresearch
 
Advertisement

Rashid Khan on Lata Mangeshkar: “লতা দিদির মতো শিল্পী আর জন্মাবে না”, আক্ষেপ ওস্তাদ রশিদ খানের

Rashid Khan on Lata Mangeshkar: “লতা দিদির মতো শিল্পী আর জন্মাবে না”, আক্ষেপ ওস্তাদ রশিদ খানের

“আমাদের দেশে লতা মঙ্গেশকরের মতো শিল্পী আর জন্মাবে না।” সুর সম্রাজ্ঞীর প্রয়াণে আক্ষেপ ওস্তাদ রশিদ খানের।এদিন আজতক বাংলাকে দেওয়া একটি একান্ত সাক্ষাৎকারে তিনি জানান, “আমায় খুব ভালবাসতেন লতাজি। ভীষণ মজার মানুষ ছিলেন দিদি। সব সময় হাসি ঠাট্টা করতেন। ২০১৪ সালে গোয়াতে তাঁর সঙ্গে শেষ দেখা হয়েছিল। সেই স্মৃতি আজও টাটকা।” তাঁর চলে যাওয়া খুবই বেদনাদায়ক।

Ustad Rashid Khan's Reaction on Death of singer Lata Mangeshkar

Advertisement