টাকার বিনিময়ে কোভিড টেস্ট (Covid Test) না করিয়ে নেগেটিভ রিপোর্ট দেবার অভিযোগ উঠল উত্তর হাওড়ার একটি নামজাদা বেসরকারি হাসপাতাল ২ কর্মীর বিরুদ্ধে। গোলাবাড়ি থানায় অভিযোগ দায়ের করে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপরেই অভিযুক্তদের গ্রেফতার করে পুলিশ।
চাঞ্চল্যকর অভিযোগটি উত্তর হাওড়ার একটি নামি বেসরকারি হাসপাতালের প্যাথলজির দুই কর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি অভিযোগ পায় যে, টাকার বিনিময়ে হাসপাতালে কোভিড টেস্ট করতে না আসা মানুষদের হয়ে নেগেটিভ রিপোর্ট দেওয়া হচ্ছে। আর প্যাথলজিরই ২ কর্মী এই ঘটনায় যুক্ত রয়েছে। অভিযুক্তদের নাম অভিজিৎ মাইতি ও অমিত লাহা।
এই বিষয়ে হাসপাতালের ভাইস প্রেসিডেন্ট দেবাশিস ধর জানান, বিষয়টি জানতে পারার সঙ্গেসঙ্গেই তারা গোলাবাড়ি থানায় লিখিত অভিযোগ করেন। কারন অভিযোগটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করে কর্তৃপক্ষ। পুলিশি তদন্তের পাশাপাশি হাসপাতাল কর্তৃপক্ষও তদন্ত শুরু করে।
অভিযোগ পেয়ে মঙ্গলবার প্রথমে অভিজিৎ মাইতিকে গ্রেফতার করা হয়। এরপর বুধবার রাতে গ্রেফতার করা হয় অপর অভিযুক্ত অমিত লাহাকে। অভিজিৎ মাইতিকে বুধবারই আদালতে পেশ করে তিনদিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কে বা কারা কোভিড রিপোর্ট ইচ্ছাকৃতভাবে নেগেটিভ করতে চাইছে তা জানার চেষ্টা চলছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ধৃতদের। এই ঘটনার পেছনে বড় কোনও চক্র কাজ করছে বলেই পুলিশের অনুমান। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে। এক্ষেত্রে হাসপাতালের ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে বলেই মনে করছে কর্তৃপক্ষ।