
অমানবিক ঘটনার সাক্ষী থাকল মহারাষ্ট্র। একটি অ্যাম্বুলেন্সে গাদাগাদি করে চাপানো হল ২২ জন কোভিড আক্রান্তের মৃতদেহ।

স্বামী রামানন্দ তীর্থ মরাঠাওয়াড়া সরকারি মেডিক্যাল কলেজের এই ঘটনার ছবি সামনে আসার পর নিন্দার ঝড় উঠেছে সর্বত্র।

স্থানীয়দের অভিযোগ, হাসপাতালের মর্গ থেকে টেনে হিঁচড়ে মৃতদেহগুলি তোলা হয় অ্যাম্বুলেন্সে। প্রতিবাদ করলেও শোনেনি কর্তৃপক্ষ।

ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন জানিয়েছে, তাদের কাছে অভিযোগ জমা পড়েছে। গোটা বিষয়টি তারা খতিয়ে দেখছে।

প্রসঙ্গত, করোনার সংক্রমণের জেরে হু হু করে বাড়ছে মৃতের সংখ্যা। এই অবস্থায় কোনও কোনও জায়গায় মৃতদেহ সৎকারের জায়গা পাওয়া যাচ্ছে না।

দিল্লি, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্রে অবস্থা সবথেকে খারাপ। এর মধ্যেই সামনে এল মহারাষ্ট্রের এই ছবি।