scorecardresearch
 
Advertisement
করোনা

Covid-19 Surge: কোভিড সুনামি কি শুরু হয়ে গেল? ১০ দিনে ৬ গুণ বেড়েছে দৈনিক আক্রান্তের সংখ্যা

Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 1/8

করোনার নতুন রূপ ওমিক্রন (Omicron) নিয়ে গোটা বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। এখন ওমিক্রনের কারণে ভারতেও করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে। বিশেষজ্ঞদের মতে, জানুয়ারি থেকেই করোনার তৃতীয় তরঙ্গের সর্বাধিক প্রভাব পড়বে ভারতে।

Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 2/8

অমিক্রনের কারণে দেশের করোনা পরিস্থিতি লাগামহীন হয়ে পড়ছে। গত ২৪ ঘন্টায়, দেশে ২.৪৭ লক্ষেরও বেশি মানুষ নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। এই সংখ্যা মঙ্গলবারের তুলনায় ২৭% বেশি।

Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 3/8

ওমিক্রনের কেসও বেড়ে ৫,৫৮৮ হয়েছে। দেশে করোনার কারণে পরিস্থিতি যে কত দ্রুত অবনতির দিকে যাচ্ছে, তা এ থেকেই অনুমান করা যায়। গত ১০ দিনে দৈনিক আক্রান্তের সংখ্যা ৬ গুণ বেড়ে গিয়েছে।

Advertisement
Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 4/8

৩ জানুয়ারি, দেশে ৩৭,৩৭৯টি নতুন কেস নথিভুক্ত হয়েছিল। ১২ জানুয়ারি সেই দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে প্রায় আড়াই লক্ষ হয়েছে।

Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 5/8

দৈনিক আক্রান্তের পাশাপাশি করোনার সক্রিয় কেসের সংখ্যাও দ্রুত বৃদ্ধি পেতে শুরু করেছে। দেশে এখন চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে। ৩ জানুয়ারি থেকে করোনার চিকিৎসাধীন রোগীর সংখ্যাও বেড়েছে ৬.৫ গুণ।

Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 6/8

এ দিকে করোনায় মৃত্যুর সংখ্যাও কমার নামই নিচ্ছে না। গত ২৪ ঘণ্টায় দেশে ৪৮১ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। অর্থাৎ, প্রতি ঘণ্টায় ২০ জন রোগীর মৃত্যু হয়েছে। গত ১০ দিনে দেশে করোনায় ২,৯৬৬ রোগীর মৃত্যু হয়েছে।

Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 7/8

অর্থাৎ, প্রতিদিন গড়ে ২৯৬ জন রোগীর মৃত্যু হয়েছে করোনায়। দেশে এখন পর্যন্ত করোনায় ৪ লাখ ৮৪ হাজার রোগীর মৃত্যু হয়েছে। দ্বিতীয় ঢেউয়ের মতো এবারও দেশে একই অবস্থা তৈরি হচ্ছে।

Advertisement
Covid-19 Surge: ১০ দিনে ৬ গুণ বাড়ল সংক্রমণ! COVID সুনামি কি শুরু হয়ে গেল?
  • 8/8

গত বছর মে মাসে চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে করোনার প্রকোপ। গত ২৬ মে ২ লক্ষেরও বেশি নতুন কেস রিপোর্ট করা হয়েছিল। সেদিন ২.০৮ লক্ষ নতুন কেস রিপোর্ট করা হয়েছিল। ২৬ মে-এর পর ১২ জানুয়ারিতে ২ লাখের বেশি মানুষ একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় তরঙ্গে করোনায় সর্বোচ্চ দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৪.১৪ লাখ।

Advertisement