ওষুধ, প্রতিষেধকের পরেও করোনা মহামারির জেরে বিপর্যস্ত সমগ্র মানব সভ্যতা। ঠিক এক বছর আগে আজকের দিনেই বিশ্বের প্রথম করোনা আক্রান্তের সন্ধান মেলে।
সাউথ চায়না মর্নিং পোস্ট (South China Morning Post)-এর রিপোর্ট অনুযায়ী, ১৭ নভেম্বর, ২০১৯-এ চিনের হুবেই প্রদেশের উহানে ৫৫ বছরের এক ব্যক্তির শরীরে এই ভাইরাসের অস্তিত্বের সন্ধান মেলে।
সেই সময় প্রাথমিক ভাবে উহানের কাঁচা মাছ-মাংসের বাজার থেকেই এই ভাইরাস ছড়িয়েছিল বলে মনে করা হয়। সেই মতো ওই বাজার এবং সংলগ্ন এলাকা বন্ধ করে দেয় স্থানীয় প্রশাসন।
এর পর ১৫ ডিসেম্বরের মধ্যে মোট ২৭টি সংক্রমণের ঘটনা সামনে আছে। তার পরই ধীরে ধীরে এই নতুন ভাইরাসের সম্পর্কে অবগত হয় গোটা বিশ্ব।
এর পর ১৩ মার্চ, ২০২০-র মধ্যে বিশ্বজুড়ে মোট ১৪৮,০০০ মানুষ করোনা আক্রান্ত হন যার মধ্যে চিনেই আক্রান্তের সংখ্যা ৮১,০০০ ছাড়ায়। এখনও পর্যন্ত বিশ্বজুড়ে ৫ কোটি ৫৪ লক্ষ ৪৯ হাজার ৬৩১ জন আক্রান্ত হয়েছেন করোনাভাইরাসে। এ পর্যন্ত ১৩ লক্ষ ৩৪ হাজার ৩৫৪ জনের প্রাণ কেড়েছে এই ভাইরাস।