দেশের প্রায় সব রাজ্যেই লাফিয়ে বাড়ছে করোনা (Corona) সংক্রমণ। সবচয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের (Maharashtra)। দিন দিন আশঙ্কা বাড়াচ্ছে রাজধানী দিল্লিও (Delhi)। (ছবি-কুমার কুণাল)
ইতিমধ্যেই ফের লকডাউনের পথে হেঁটেছে মহারাষ্ট্র। লকডাউন শুরু হয়েছে দেশের রাজধানীতেও। সোমবার রাত ১০টা থেকে জারি হয়েছে লকডাউন। চলবে আগামী ২৬ তারিখ ভোর ৫টা পর্যন্ত।
এদিকে লকডাউন শুরু হতেই ফের বাড়ি ফিরতে শুরু করেছেন পরিযায়ী শ্রমিকরা। মহারাষ্ট্র, দিল্লি, রাজস্থান সব জায়গা থেকেই বাড়িতে ফেরার চেষ্টা করছেন পরিযায়ী শ্রমিকরা।
বিশেষত দিল্লি সংলগ্ন গাজিয়াবাদের আনন্দ বিহার, কৌশম্বী বাস স্ট্য়্যান্ডে পরিযায়ী শ্রমিকদের ভিড় উপচে পড়ে।
এই পরিস্থিতিতে সেখানে থাকলে তাঁরা সংসার চালাতে পারবেন না। তাই নিজেদের বাড়ি ফিরে যাচ্ছেন বলেই জানাচ্ছেন পরিযায়ী শ্রমিকরা
প্রসঙ্গত গতবছর করোনাকালের প্রথম দিকেও বাড়ি ফিরতে গিয়ে ব্যাপক সমস্যার সম্মুখীন হন পরিযায়ী শ্রমিকরা।
অনেক শ্রমিককেই দেখা যায় দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে বাড়ি ফিরতে। বাড়ি ফিরতে গিয়ে মৃত্যুও হয় বহু শ্রমিকের।