scorecardresearch
 
Advertisement
করোনা

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 1/8

২০২২-এর প্রথম সপ্তাহ কাটতে না কাটতেই এক লাফে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা লাখের গণ্ডি পেরিয়ে গিয়েছে। দেশে নতুন করে যত জন করোনায় আক্রান্ত হয়েছেন তার মধ্যে মহারাষ্ট্র, বাংলা, দিল্লি, তামিলনাড়ু, কর্নাটক— এই ৫টি রাজ্য থেকেই ৬৭.২৯ শতাংশ নতুন কেস নথিভুক্ত হয়েছে।

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 2/8

করোনা আক্রান্তের নিরিখে দেশে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। দেশের মোট করোনা আক্রান্তের ৩০.৯৭ শতাংশই মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ওই রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৩৬,২৬৫।

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 3/8

এর পরই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। বাংলায় গত ২৪ ঘণ্টায় ১৫,৪২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দিল্লিতে গত ২৪ ঘণ্টায় ১৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তামিলনাড়ুতে ৬ হাজার ৯৮৩ কেস গত ২৪ ঘণ্টায় নথিভুক্ত হয়েছে।

Advertisement
5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 4/8

এরই মধ্যে করোনার ওমিক্রন ভেরিয়েন্টের পাঁচটি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS। AIIMS বিশেষজ্ঞদের মতে, এই উপসর্গগুলি দেখলেই চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 5/8

ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন অ্যানালাইসিস-এর প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ওমিক্রনের চারটি সাধারণ লক্ষণ হল কাশি, ক্লান্তি, জ্বর এবং সর্দি।

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 6/8

তবে AIIMS, ওমিক্রনের পাঁচটি লক্ষণ তালিকাভুক্ত করে সেগুলিকে উপেক্ষা না করার জন্য সকলকে সতর্ক করেছে। এই লক্ষণগুলির রয়েছে মানেই আপনার শরীরে ওমিক্রনের সংক্রমণ গুরুতর!

5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 7/8

ওমিক্রনের পাঁচটি বিপজ্জনক লক্ষণ হল, শ্বাসকষ্ট, অক্সিজেন স্যাচুরেশন কমে যাওয়া, বুকে ক্রমাগত ব্যথা বা চাপ অনুভব করা, মানসিক বিভ্রান্তি বা বিলম্বিত প্রতিক্রিয়া, জ্বর-সর্দি-কাশি।

Advertisement
5 Symptoms Of Omicron: ওমিক্রনের ৫টি বিপজ্জনক উপসর্গ সম্পর্কে সতর্ক করল AIIMS
  • 8/8

জ্বর-সর্দি-কাশির মতো উপসর্গগুলিও যদি ৩-৪ দিনের বেশি স্থায়ী হয় তাহলে বুঝতে হবে শরীরে ওমিক্রনের সংক্রমণ গুরুতর! এমন পরিস্থিতিতে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে AIIMS-এর পক্ষ থেকে।

Advertisement