scorecardresearch
 
Advertisement
করোনা

PHOTOS : মালদায় ধরে ধরে মাস্ক পরিয়ে দিলেন রেড ভলান্টিয়াররা!

করোনা
  • 1/9

গোটা রাজ্যে করোনার দ্বিতীয় ঢেউয়ে মোকাবিলায় দিবারাত্রি সাধারন মানুষ থেকে শুরু করে আক্রান্তদের পাশে দাড়িয়ে নজির গড়েছেন রেড ভলেন্টিয়াররা।

চাঁচল
  • 2/9

ঠিক একই ভাবে এবার মালদার চাঁচল-সহ জেলার বিভিন্ন প্রান্তে করোনা মোকাবিলায় মানুষের পাশে দাঁড়ালেন রেড ভলেন্টিয়ার। বুধবার থেকে তারা পথ চলা শুরু করলেন।

শুরু
  • 3/9

এদিন ১০ থেকে ১২ জনের একটি রেড ভলান্টিয়ারের দল চাঁচল শহরের নেতাজি মোড়ে পথ চলতি সাধারণ মানুষের মধ্যে মাস্ক বিতরণ করে পথ চলা শুরু করলেন।

Advertisement
অতিমারীতে
  • 4/9

পাশাপাশি তারা এ-ও জনান, এই অতিমারীতে আক্রন্ত পরিবারের সমস্ত ধরনের চাহিদা মেটাতে তারা প্রস্তুত।

অক্সিজেন
  • 5/9

অক্সিজেন থেকে শুরু করে ওষুধ সমস্ত কিছু তারা একটি ফোনে পৌঁছে দেবেন আক্রান্তের বাড়িতে।

ব্য়ানার
  • 6/9

এর জন্য তাঁরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে শহরের বেশ কিছু জায়গায় ব্য়ানার, পোস্টারে নাম ও ফোন নম্বর দিয়ে প্রচার শুরু করেছেন।

মাস্ক
  • 7/9

এদিন শহরের মাস্ক বিতরণ করার সময় অনেকের মুখে মাস্ক না থাকার তাদের মাস্ক পরিয়ে দিয়ে সচেতনও করেন।

Advertisement
নীহাররঞ্জন
  • 8/9

পাশাপশি এদিন ওই কর্মসূচি চলার সময় চাঁচলের নতুন নীহাররঞ্জন ঘোষের হাতে মাস্ক তুলে দেন রেড ভলেন্টিয়াররা।

প্রশংসা
  • 9/9

তাঁদের এই উদ্যোগের প্রশংসা করেছেন অনেকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে দিন নেই রাত নেই পরিষেবা দিয়ে যাচ্ছেন তাঁরা।

Advertisement