scorecardresearch
 
Advertisement
করোনা

করোনার মৃত বাবার দেহ নিল না ছেলে, শেষকৃত্য করলেন মুসলিম যুবক

বাবার দেহ নিতে অস্বীকার ছেলের
  • 1/6

করোনায় (Corona) মৃত্যু বাবার। দেহ নিতে অস্বীকার ছেলের। বিহারের (Bihar) দারভাঙ্গার ঘটনা। অবশেষে এক মুসলিম যুবক করলেন শেষকৃত্য। 
 

বাবার দেহ নিতে অস্বীকার ছেলের
  • 2/6

ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর ছেলেকে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ছেলে শুধু দেহ নিতে অস্বীকারই করেনি, মোবাইলও বন্ধ করে দেয়। এরপর মানবিক ধর্ম পালন করেন এক মুসলিম যুবক। হিন্দু রীতি মেনে শেষকৃত্য করা হয় করোনায় মৃত ওই ব্যক্তির।
 

বাবার দেহ নিতে অস্বীকার ছেলের
  • 3/6

ঘটনাটি ঘটেছে দারভাঙ্গার ডিএমসিএইচ হাসপাতালে। অবসরপ্রাপ্ত রেলকর্মী ওই ব্যক্তির মৃত্যুর পর তাঁর পরিবারে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু ওই ব্যক্তির ছেলে লিখিত আকারে জানান, যে দেহ নিয়ে যাওয়ার জন্য তাঁর পর্যাপ্ত লোকবল নেই। তাই তিনি বাবার দেহ নিতে পারছেন না।   
 

Advertisement
বাবার দেহ নিতে অস্বীকার ছেলের
  • 4/6

এরপরেই নিজের মোবাইল বন্ধ করে সেখান থেকে বেরিয়ে যান মৃতের ছেলে। জানা গিয়েছে ওই ব্যক্তির স্ত্রীও রয়েছেন। কিন্তু ছেলে ছাড়া পরিবারের সবাই করোনায় আক্রান্ত। ছেলে দেহ নিতে অস্বীকার করার পর কবির সেবা প্রতিষ্ঠানে খবর দেওয়া হয়। তারাই বেশি রাতে হিন্দু রীতি অনুসারে শেষকৃত্য করে। 
 

বাবার দেহ নিতে অস্বীকার ছেলের
  • 5/6

শবদাহ করার পর হোম আইসোলেশানে থাকা মহম্মদ উমর একটি ভিডিও প্রকাশ করে জানান যে রিপোর্ট আসা পর্যন্ত তিনি নিজেকে কোয়ারেন্টাইনে রাখবেন। একইসঙ্গে তিনি বলেন করোনায় ভয় পাওয়ার দরকার নেই, বরং কোভিড বিধি মেনে ভাইরাসের সঙ্গে লড়াই করা প্রয়োজন। 
 

বাবার দেহ নিতে অস্বীকার ছেলের
  • 6/6

উমর আরও বলেন, করোনায় ভয়ে ছেলে নিজের কর্তব্য পালন করেননি, কিন্তু প্রতিষ্ঠানের লোকেরা মানবতার ধর্ম পালন করেছেন। তিনি আরও বলেন শুধু মুসলিমরাই নয়, প্রতিষ্ঠানের হিন্দু সদস্যদেরও একত্রিত করে সেই রীতি অনুসারে শবদাহ করা হয়েছে। 
 

Advertisement