হিমাচল প্রদেশের লাহৌলের থোরং গ্রামের একজন বাসিন্দা বাদে সকলেই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। গ্রামে থাকেন মোট ৪২ জন। এর মধ্যে ৪১ জনই করোনায় আক্রান্ত হয়েছেন। স্থানীয় বাসিনফা ভূষণকে কেবলমাত্র কাবু করতে পারেনি করোনা।
হিমাচল প্রদেশের লাহৌল স্পিতিতে করোনার ঘটনা দিন দিন বাড়ছে। এখনও পর্যন্ত এই জেলায় ৮৫৬ জন করোনা পজিটিভ হয়েছেন।
৫২ বছরের ভূষণ ঠাকুর হলেন সেই ব্যক্তি যিনি করোনায় আক্রান্ত হননি। তবে তাঁর স্ত্রী-সহ পরিবারের ৬ জনই কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছে।
পরিবারের সদস্যরা করোনা পরীক্ষায় পজিটিভ আসতেই নিজেই আইসোলেডেট করেন ভূষণ। আলাদা রান্না করেও খেতেন। তিনিও করোনা পরীক্ষা করেন, তবে তাঁর রিপোর্ট নেগেটিভ আসে। স্বাস্থ্য বিভাগের টিম বাড়ি বাড়ি গ্রামে গিয়ে মানুষের স্বাস্থ্যের বিষয়ে তথ্য নিচ্ছে।
এদিকে, নিজের রিপোর্ট দেখে অবাকই হন ভূষণ ঠাকুর। উপত্যকার সকলের সঙ্গে সঙ্গে অবাক হয়েছে স্বাস্থ্যবিভাগও। মনে করা হচ্ছে ভূষণ ঠাকুরের অনাক্রম্যতা সম্ভবত অন্যদের তুলনায় অনেক ভাল।