scorecardresearch
 

Corona Update Of India : দেশে দৈনিক COVID কেস ৩ লক্ষ পার! ৮ মাসে এই প্রথম

গত ২৪ ঘণ্টা দেশে ৩ লক্ষরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৭,৫৩২ জন। ওমিক্রনে আক্রান্তের সংখ্যা হল ৯,২৮৭। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • গত ২৪ ঘণ্টা দেশে ৩ লক্ষরও বেশি মানুষ আক্রান্ত
  • ওমিক্রনে আক্রান্তের সংখ্যা ৯,২৮৭
  • গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৪৯১ জন

করোনার (Corona Virus) রেকর্ড দৈনিক সংক্রমণ। গত ২৪ ঘণ্টা দেশে ৩ লক্ষরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন মারণ ভাইরাসে। পরিসংখ্যান বলছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩,১৭,৫৩২ জন। ওমিক্রনে (Omicron) আক্রান্তের সংখ্যা হল ৯,২৮৭। গত ৮ মাসে প্রথমবার এমনটা দেখা গেল বলে জানা যাচ্ছে। 

স্বাস্থ্যমন্ত্রক জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনার বলি হয়েছেন ৪৯১ জন। পাশাপাশি এই সময়ের মধ্যে করোনা জয়ী হয়েছেন ২,২৩,৯৯০ জন। বর্তমানে দেশে করোনার অ্যাকটিভ রোগীর সংখ্যা ১৯,২৪,০৫১। পরিসংখ্যান থেকে জানা যাচ্ছে, বর্তমানে দেশে দৈনিক সংক্রমণের হার ১৬.৪১ শতাংশ এবং সাপ্তাহিক সংক্রমণের হার ১৬.০৬ শতাংশ। 

অন্যদিকে করোনাকে হারাতে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে টিকাকরণের ওপরে। দেশে এখনও পর্যন্ত ১৫৯.৬৭ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। পাশাপাশি ১৯ জানুয়ারি পর্যন্ত দেশে ৭০,৯৩,৫৬,৮৩০ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র গতকালের টেস্টের সংখ্যাই হল ১৯,৩৫,১৮০।

 

Advertisement