scorecardresearch
 

Corona Situation In India : COVID-এর নয়া ঢেউ ঠেকাতে টিকার চতুর্থ ডোজ প্রয়োজন? যা বলছেন বিশেষজ্ঞরা...

করোনার চতুর্থ ডোজ কি জরুরি? এই প্রশ্ন যখন চারিদিকে উঠছে, ঠিক সেই সময়ই AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার সঙ্গে কথা বলে আজতক। তিনি ভ্যাকসিনের তৃতীয় ডোজের ওপরে ভীষণ জোর দেন। তবে চতুর্থ ডোজ প্রসঙ্গে তিনি জানান, এখনও পর্যন্ত এমন কোন তথ্য সামনে আসেনি, যেখানে চতুর্থ ডোজের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আর্থাৎ আপাতত চতুর্থ ডোজের প্রয়োজন নেই। তিনি আরও বলেন যতক্ষণ না কোনও বিশেষ প্রকারের Bivalent vaccine আসে ততক্ষণ চতুর্থ ডোজ নেওয়ার প্রয়োজন নেই। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • চিনে ফের করোনা আতঙ্ক
  • সতর্কতা নিচ্ছে ভারতও
  • ভ্যাকসিনের চতুর্থ ডোজ লাগবে?

চিনে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। যার জেরে সতর্ক ভারতও। আর এই সতর্কতার প্রধান কারণ হল, করোনার যে  BF.7 ভেরিয়ান্ট চিনে সংক্রমণের গ্রাফকে একলাফে অনেকটা বাড়িয়ে তুলেছে, ভারতেও সেই ভেরিয়েন্টেই আক্রান্ত ৫ জনের খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে ৩টি কেস গুজরাতে এবং ২টি কেস ওড়িশায়। এক্ষেত্রে আতঙ্কের মাঝে উঠছে আরও একটি প্রশ্ন, তবে কি এদেশে মানুষকে ভ্যাকসিনের চতুর্থ ডোজ নিতে হবে?

বুধবার ভারত সরকারের উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠক হয়। সেখানে টিকাকরণ নিয়েও আলোচনা হয়েছে। এখনও পর্যন্ত দেশের মাত্র ২৭ শতাংশ মানুষ করোনা ভ্যাকসিনের তৃতীয় ডোজ নিয়েছেন। এই পরিসংখ্যান উদ্বেগ তৈরি করেছে কর্তাদের মধ্যে। 

কী জানাচ্ছেন রণদীপ গুলেরিয়া?
করোনার চতুর্থ ডোজ কি জরুরি? এই প্রশ্ন যখন চারিদিকে উঠছে, ঠিক সেই সময়ই AIIMS-এর প্রাক্তন ডিরেক্টর রণদীপ গুলেরিয়ার সঙ্গে কথা বলে আজতক। তিনি ভ্যাকসিনের তৃতীয় ডোজের ওপরে ভীষণ জোর দেন। তবে চতুর্থ ডোজ প্রসঙ্গে তিনি জানান, এখনও পর্যন্ত এমন কোন তথ্য সামনে আসেনি, যেখানে চতুর্থ ডোজের ওপরে গুরুত্ব দেওয়া হয়েছে। আর্থাৎ আপাতত চতুর্থ ডোজের প্রয়োজন নেই। তিনি আরও বলেন যতক্ষণ না কোনও বিশেষ প্রকারের Bivalent vaccine আসে ততক্ষণ চতুর্থ ডোজ নেওয়ার প্রয়োজন নেই। 

Bivalent vaccine কী?
ফুড অ্যান্ড ড্রাগ অ্যডমিনিস্ট্রেশান (FDA) Bivalent vaccine সংজ্ঞায়িত করেছে। তাদের মতে বাইভ্যালেন্ট ভ্যাকসিন হল একটি এমন ভ্যাকসিন, যা মূল ভাইরাস স্ট্রেইনের একটি উপাদান এবং ওমিক্রন ভেরিয়েন্টের একটি উপাদানকে একত্রিত করে তৈরি করা হয়। এটি সংক্রমণের বিরুদ্ধে আরও ভাল এবং বেশি সুরক্ষা দেয়। এই দুটি উপাদান ব্যবহারের কারণেই এটিকে বাইভ্যালেন্ট ভ্যাকসিন বলা হয়। 

ডাঃ রাজীব জয়দেবন কী বললেন?
কেরলের কোভিড টাস্ক ফোর্সের সদস্য ডাঃ রাজীব জয়দেবন ইন্ডিয়া টুডেকে বলেন, বুস্টার ডোজের সমস্যা হল, এর প্রভাব অল্প সময় থাকে। অন্যান্য দেশে চতুর্থ ডোজ হিসেবে ব্যবহৃত MRNA ভ্যাকসিনের ফলাফল দেখাচ্ছে যে সেগুলির প্রভাব তৃতীয় ডোজের চেয়ে দ্রুত হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই সময়ে শুধু সেইসব মানুষদের দিকেই বেশি নজর দেওয়া দরকার, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল। 

Advertisement

কতোটা ভয়ঙ্কর BF.7 ভেরিয়ান্ট?
ডাঃ রণদীপ গুলেরিয়া জানাচ্ছেন, BF.7 হল ওমিক্রনের একটি উপভেরিয়েন্ট। সবচেয়ে বড় কথা হল এই ভেরিয়েন্টটির ইমিউনিটিকে ফাঁকি দেওয়ার ক্ষমতা রয়েছে। এই কারণে, কেউ যদি আগে করোনায় আক্রান্ত হয়ে থাকেন, তাহলে তিনি ফের এই ভ্যারিয়েন্টেও আক্রান্ত হতে পারে। এমনকী ভ্যাকসিন নেওয়ার পরেও কোনও মানুষ ব্যক্তি ভেরিয়েন্টের শিকার হতে পারেন। তবে সেক্ষেত্রে দেহে প্রভাব কম পড়বে। 

আরও পড়ুন - ফের চোখ রাঙাচ্ছে করোনা, সতর্ক থাকা ও কমিটি গড়ার নির্দেশ মমতার

 

Advertisement