scorecardresearch
 

ভয়ঙ্কর পরিস্থিতি দিল্লিতে, ৬ হাসপাতালে নেই অক্সিজেন

করোনার সংক্রমণ বেড়েই চলেছে। আজ ফের দৈনিক আক্রান্তের সংখ্যা রেকর্ড গড়ল। দেশের বিভিন্ন জায়গায় করোনা নিয়ে ব্যাপক আতঙ্কিত সাধারণ মানুষ।

Advertisement
Corona Corona
হাইলাইটস
  • দেশের করোনা পরিস্থিতি ক্রমাগত জটিল আকার ধারণ করছে
  • প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা
  • আজও দেশের করোনা পরিস্থিতি ভয়াবহ

দেশের করোনা পরিস্থিতি ক্রমশ ভয়াবহ আকার নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিতের সংখ্যার নিরিখে ভেঙে গেল সমস্ত রেকর্ড। বেড়েছে মৃত্যুর সংখ্যাও। 

একনজরে দেখে নেব আজ দেশের করোনা পরিস্থিতি- 

  • গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩ লাখ ১৪ হাজার ৮৩৫ জন। এই প্রথম ৩ লাখের গণ্ডি অতিক্রম করল দৈনিক আক্রান্তের সংখ্যা। দেশে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যাও রেকর্ড গড়েছে। মারা গিয়েছেন ২ হাজার ১০৪ জন। 
  • সবথেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় ৬৭ হাজারেরও বেশি মানুষ আক্রান্ত। এই রাজ্য ছাড়াও দিল্লি, উত্তরপ্রদেশ, কর্নাটক, কেরল রাজ্যগুলিতে হু হু করে বাড়ছে সংক্রমণ। 
  • শুধু মহারাষ্ট্রেই ২১ শতাংশের বেশি নতুন করে সংক্রমিত। 
  • তথ্য বলছে দতেশে প্রতি সেকেন্ডে ৪ জন আক্রান্ত হচ্ছেন।
Corona
দেশের আজকের করোনা পরিস্থিতির ছবি
  • করোনা আক্রান্ত হয়ে মৃত্যি সীতারাম ইয়েচুরির ছেলের। তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর। 
  • দিল্লির একাধিক হাসপাতালে অক্সিজেনের অভাব। আতঙ্কিত রোগীরা 
  • হরিয়ানার হাসপাতাল থেকে কোভিডের টিকা চুরি করে নিয়ে পালাল চোর
  • উত্তরপ্রদেশ ও গুজরাতে অক্সিজেনের অভাব। 
  • অসমের শিলচর এয়ারপোর্ট থেকে করোনা পরীক্ষা না করেই পালাল ৩০০ যাত্রী। ঘটনা নিয়ে তীব্র আতঙ্ক ছড়িয়েছে সেখানে। 
  • আজই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের ফেয়ারওয়েল। করোনার জেরে ভার্চুয়ালি এই ফেয়ারওয়েল হবে
Covid
নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে করোনা পরিস্থিতি
  • দিল্লি থেকে উত্তরপ্রদেশ, সবজায়গায় অক্সিজেনের হাহাকার।
  • কোভিড সংক্রমণ আটকাতে নাগরিকদের দিল্লি যেতে বারণ করল মিজোরাম সরকার। দিল্লি থেকে সমংক্রণ ছাড়াচ্ছে। আর তা আটকাতেই এই সিদ্ধান্ত। 
  • গুজরাতের হাসপাতালগুলিতে নেই বেড। হাসপাতালের বাইরে রোগীরা ভিড় জমাচ্ছন। 
  • হাসপাতালে বেডের অভাব দেশের আরও অনেক হাসপাতালে
  • গুজরাতের হাসপাতালে রাত থেকে অ্যাম্বুলেন্সে পড়ে রোগী, হাসপাতালে নেই বেড 
  • ১৮ বছরের বেশি বয়স্কদের জন্য ভ্যাকসিন নেওয়ার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে ২৪ তারিখ থেকে।
  • বিনামূল্যে দেশবাসীকে ভ্যাকসিন দেওয়ার দাবি তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, কেন্দ্র হোক বা রাজ্য, ভ্যাকসিনের দাম একই হওয়া উচিত
  • দার্জিলিঙে করোনায় মৃত ২
Corona
  • পশ্চিমবঙ্গে করোনা পরিস্থিতিতে ভোট হওয়া ইস্যুতে নির্বাচন কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। কোভিড বিধি কার্যকর করার ক্ষেত্রে কমিশন দায় সারা কাজ করছে, বললেন বিচারপতি 
  • দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট। দেশে এমার্জেন্সির মতো পরিস্থিতি। মন্তব্য সুপ্রিম কোর্টের। কেন্দ্রের কাছে রিপোর্ট তলব। 
  • কর্নাটকে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে, বলে দিলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা
  • দেশের করোনা পরিস্থিতি নিয়ে এবার কেন্দ্রকে তোপ দাগলেন সোনিয়া গান্ধি 
  • করোনার কারণে বাতিল অমরনাথ যাত্রার রেজিস্ট্রেশন 
  • অক্সিজেন সরবরাহ ও ওষুধ দেওয়ার ক্ষেত্রে কেন্দ্রকে পদক্ষেপ নেওয়ার নির্দেশ শীর্ষ আদালতের। তলব রিপোর্ট।
  • অক্সিজেন উৎপাদন বৃদ্ধির নির্দেশ প্রধানমন্ত্রী মোদীর। কোভিড নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক থেকে এই নির্দেশ দেন তিনি।  
  • অক্সিজেন ইস্যুতে এবার কেন্দ্রকে নিশানা করলেন প্রশান্ত কিশোর। অক্সিজেনের অবিলম্বে ব্যবস্থা করা দরকার। বললেন পিকে।
  • ৫ মে থেকে রাজ্যে সবাইকে বিনামূল্যে টিকা দেওয়া হবে, ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের। 
  •  ভয়ঙ্কর পরিস্থিতি দিল্লিতে, অক্সিজেনের ঘাটতি নিয়ে কেন্দ্রকে ভর্ৎসনা কোর্টের
  • কোভিড পরিস্থিতি  নিয়ে বৈঠকের জন্য কাল রাজ্যে আসছেন না প্রধানমন্ত্রী মোদী 
  • করোনায় আক্রান্ত তৃণমূলের শশী পাঁজা। রয়েছেন হোম আইসোলেশনে 
  • দিল্লির ৬ হাসপাতালে নেই অক্সিজেন, সামনে এল তালিকা 
  • দিল্লি পুলিশের ১৫০০ জন করোনায় আক্রান্ত।
  • বাংলায় রেকর্ড সংক্রমণ, একদিনে আক্রান্ত ১১৯৪৮, মৃত ৫৬

Advertisement
Advertisement