scorecardresearch
 

Covid Death In India: ভারতে করোনায় মৃত্যুর বৃদ্ধি অব্যাহত, ২৪ ঘন্টায় মৃত ৮৯৩

করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। যা শেষ দিনের মৃত্যুর সংখ্যার চেয়ে খানিকটা বেশি। ২ লাখ ৩৪ হাজার নতুন করোনায় আক্রান্ত হওয়ার মামলা সামনে এসেছে। যা উদ্বেগে রাখছে গোটা দেশের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। সুস্থতাতেও বৃদ্ধি হয়েছে।

Advertisement
করোনায় মৃত্যু বাড়ছেই করোনায় মৃত্যু বাড়ছেই
হাইলাইটস
  • করোনায় মৃত্যুর বৃদ্ধি অব্যাহত
  • ২৪ ঘন্টায় দেশে মৃত ৮৯৩
  • নতুন আক্রান্ত প্রায় আড়াই লক্ষ

করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছেই। ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ৮৯৩ জনের। যা শেষ দিনের মৃত্যুর সংখ্যার চেয়ে খানিকটা বেশি। ২ লাখ ৩৪ হাজার নতুন করোনায় আক্রান্ত হওয়ার মামলা সামনে এসেছে। যা উদ্বেগে রাখছে গোটা দেশের পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রককে। গতকালই বৈঠক হয়েছে। কিন্তু এখনও করোনা নিয়ন্ত্রণে তেমন কোনও সঠিক উপায় বের হয়নি। টিকাকরণ, আইসোলেশনের উপর জোর দেওয়ার কথা বলা হচ্ছে।

২ লক্ষের বেশি নতুন করোনা আক্রান্ত

দেশে শেষ ২৪ ঘন্টায় করোনায় ২ লক্ষ ৩৪ হাজার ২৮১ টি নতুন মামলা সামনে এসেছে। যেখানে ৮৯৩ জন রোগীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। শনিবারের তুলনায় মোাট নতুন আক্রান্তের কেস ০.৫ শতাংশ কম হয়েছে। কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে। ২৯ জানুয়ারি করোনায় ২ 'লক্ষ ৩৫ হাজার ৫৩২ টি নতুন করোনা আক্রান্তের সংখ্যা সামনে এসেছে। যেখানে ৮৭১ জন রোগীর মৃত্যু হয়েছিল আগের দিন।

এই পাঁচ রাজ্যেই সবচেয়ে বেশি মামলা

সবচেয়ে বেশি মামলা দেশের সর্বোচ্চ আক্রান্ত পাঁচ রাজ্যেই তৈরি হয়েছে। যেখানে সবচেয়ে বেশি ৫০ হাজার ৮১২টি মামলা সামনে এসেছে। এরপরই রয়েছে কর্ণাটক। যেখানে আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৩৩৪ জন, মহারাষ্ট্রে ৭ হাজদার ৯৭১ জন, তামিলনাড়ুতে ২৪ হাজার ৪১৮ জন এবং গুজরাটে ১ হাজার ৮৭৯৪টি নতুন মামলা সামনে এসেছে।

সুস্থতার হারে বৃদ্ধি একমাত্র আশার আলো

৬৩,৩১ শতাংশ করোনায় আক্রান্ত ও মৃত্যুর মামলাই এই পাঁচটি রাজ্যে রয়েছে। যার মধ্যে ২১.৬ শতাংশ মামলা সামনে এসেছে বলে জানা গিয়েছে। সেখানে দেশের শেষ ২৪ ঘন্টায় ১৯৩ জন লোকের মৃত্যু হয়েছে। যার মধ্যে মৃতের সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৯৪ হাজার ৯১ জন হয়ে গিয়েছে। ভারতের এখন সুস্থতার হার ৯৪.২ শতাংশ হয়ে গিয়েছে। যা খানিকটা আশার আলো দেখাচ্ছে কেন্দ্রীয় স্বাস্থ্য দপ্তর এবং দেশকে। গত ২৪ ঘণ্টায় ৩ লাখ ৫২ হাজার ৭৯৩ জন আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।

Advertisement

Advertisement