ভারত-সহ বিশ্বের বেশ কিছু দেশে ইতিমধ্যেই আতঙ্ক ছড়িয়েছে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়ান্ট (Delta Plus Variant)। এ বার দুশ্চিন্তা বাড়াচ্ছে করোনায় বাড়তে থাকা মৃত্যুর সংখ্যা। বিগত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯১১ জনের। গতকালের সরকারি রিপোর্টে এই সংখ্যাটা ছিল ৮১৭। বৃহস্পতিবারের রিপোর্টের নিরিখে এই মৃত্যুর হার প্রায় ১২ শতাংশ বেশি। নতুন হিসাব জুড়ে করোনায় মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ লক্ষ ৫ হাজার ৯৩৯ ছুঁয়েছে।
এই পরিস্থিতিতে কিছুটা স্বস্তি দিয়ে কমছে করোনার দৈনিক সংক্রমণের হার! শুক্রবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। বৃহস্পতিবারের সরকারি রিপোর্টের নিরিখে শুক্রবার দৈনিক সংক্রমণ প্রায় ৫ শতাংশ কমেছে। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা বর্তমানে বেড়ে হয়েছে ৩ কোটি ৭ লক্ষ ৫২ হাজার ৯৫০।
#LargestVaccineDrive#𝐂𝐎𝐕𝐈𝐃𝟏𝟗 𝐕𝐚𝐜𝐜𝐢𝐧𝐚𝐭𝐢𝐨𝐧 𝐔𝐏𝐃𝐀𝐓𝐄
— Ministry of Health (@MoHFW_INDIA) July 9, 2021
➡️ More than 38.18 Cr vaccine doses provided to States/UTs.
➡️ More than 1.70 Cr doses still available with States/UTs and private hospitals to be administered.https://t.co/R6k5BePa4U pic.twitter.com/Cr8sg6LPsk
দেশে করোনার দৈনিক সংক্রমণের হার কমার পাশাপাশি সামান্য বেড়েছে সুস্থতার হারও। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের প্রকোপ কাটিয়ে সুস্থ হয়েছেন ৪৪ হাজার ৪৫৯ জন। অর্থাৎ, শুক্রবার সুস্থতার হার ৯৭.১৯ শতাংশ।
দেশে কমেছে সক্রিয় করোনা আক্রান্তের হারও। এই মুহূর্তে দেশে মোট সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৫৮ হাজার ৭২৭। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৩৯৩ জন। দেশে এখনও পর্যন্ত মোট করোনা আক্রান্তের নিরিখে সক্রিয় করোনা আক্রান্তের হার ১.৪৯ শতাংশ। সব মিলিয়ে করোনার ডেল্টা প্লাস ভ্যারিয়ান্ট (Delta Plus Variant) আতঙ্ক বাড়ালেও সামগ্রিক ভাবে করোনার বিরুদ্ধে লড়াইয়ে ঘুরে দাঁড়াচ্ছে ভারত।