করোনা সঙ্কট নিয়ে আজ অর্থাত্ শুক্রবার নিজের সংসদীয় ক্ষেত্র বারাণসীর ডাক্তারদের সঙ্গে ভার্চুয়াল আলোচনা করলেন প্রধানমন্ত্রী মোদী। সেই আলোচনাতেই করোনায় মৃত্যু মিছিল নিয়ে কেঁদে ফেললেন মোদী।
এদিন বারাণসীর ডাক্তার ও প্যারামেডিক্যাল স্টাফদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করেন মোদী। তিনি বলেন, 'আমি কাশীর একজন সেবক। প্রত্যেক কাশীবাসিকে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের ডাক্তার, নার্স ও অন্য স্বাস্থ্যকর্মীরা দিনরাত পরিশ্রম করছেন। এই ভাইরাস আমাদের অনেক আপনজনকে কেড়ে নিয়েছে। আমি তাঁদের সবাইকে আমার শ্রদ্ধাঞ্জলি দিচ্ছি। তাঁদের পরিবারের দুঃখে আমি সমব্যথী।' বলতে বলতেই কেঁদে ফেলেন মোদী।
তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউ সামলাতে বারাণসীতে কোভিড কন্ট্রোল রুম গড়েছি, তাতে সুফলও মিলেছে। বহু রোগী হাসপাতালে। ফলে আমাদের স্বাস্থ্য ব্যবস্থার উপরে বিপুল চাপ পড়েছে।
कोरोना ने हमसे कई अपनों को छीना है। मैं उन सभी लोगों को अपनी श्रद्धांजलि देता हूं, उनके परिजनों के प्रति सांत्वना व्यक्त करता हूं।
— Narendra Modi (@narendramodi) May 21, 2021
कोरोना की सेकेंड वेव में हमारे हेल्थ सिस्टम पर बहुत बड़ा दबाव पैदा हुआ। डॉक्टर्स, हेल्थ वर्कर्स के परिश्रम से हम इस चुनौती का मुकाबला कर रहे हैं। pic.twitter.com/Zuh8BwsGEe
টিকাকরণ নিয়ে মোদীর বার্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, ভ্যাকসিন ঠিক সময়ে দেওয়ায় স্বাস্থ্য ব্যবস্থার যুক্তরা বা ফ্রন্টলাইন ওয়ার্কাররা অনেকটাই সুরক্ষিত। এই সুরক্ষ কবজই আগামী দিনে প্রতিটি ব্যক্তিকে নিতে হবে। তাই সবাই ভ্যাকসিন নিয়ে নেবেন।
তাঁর কথায়, 'আমাদের লড়াই এক অদৃশ্য শত্রুর সঙ্গে। এই অতিমারিতে সতর্ক হয়ে কাজ করতে হবে। এই রকম সঙ্কটে জনতার ক্ষোভ সহ্য করতে হয়, কিন্তু আমরা আমাদের কাজ করছি। যতটা সম্ভব জনগণের দুঃখ কম করার চেষ্টা করছি।'