Advertisement

Abhishek Banerjee On Election: করোনা পরিস্থিতিতে নির্বাচন বন্ধ রাখা উচিত, মত অভিষেকের

করোনা পরিস্থিতিতে রাজ্যে আগামী ২ মাস সব কিছু বন্ধ রাখা উচিত। মত প্রকাশ করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর মতে, নির্বাচন ও যে কোনও ধর্মীয় সমাবেশও আগামী দু'মাস বন্ধ করে রাখা উচিত। তবে এই বক্তব্যকে একান্তই ব্যক্তিগত বলেও উল্লেখ করেন ডায়মন্ডহারবারের সাংসদ। তিনি বলেন, 'নির্বাচনের বিষয়টি হাইকোর্ট দেখছে। কোর্টই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। সেই মতো নির্দেশ পালন করবে কমিশন ও রাজ্য সরকার। তবে আমার ব্যক্তিগত মত, আগামী ২ মাস সবকিছু বন্ধ করে রাখা দরকার।' এদিন দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অডিটোরিয়ামে বৈঠক করেন তিনি। সেই বৈঠক শেষেই নির্বাচন নিয়ে মন্তব্য করেন। তিনি আরও কী কী বললেন দেখুন...

Abhishek Banerjee On Election

Advertisement