Advertisement

Burdwan Kite Fair On Makar Sankranti: বর্ধমানে মাস্ক ছাড়া বিক্রি নেই ঘুড়ি-মাঞ্জা সুতোর, দেখুন

শুক্রবার ঘুড়ির মেলা। প্রাচীন রীতি অনুযায়ী, মকর সংক্রান্তিতেই ঘুড়ির মেলা হয় বর্ধমানে। শহর বর্ধমানে ঘুড়ি কিনতে ভিড় জমিয়েছেন ক্রেতারা। সামাজিক দূরত্বের বিধিনিষেধ, লকডাউন লাটে উঠেছে। তার উপর বৃষ্টি। তাই তাড়াতাড়ি ঘুড়ি মাঞ্জা কিনে বাড়ি ফেরার তাড়া রয়েছে। তবে মাস্ক ছাড়া বিক্রি নেই পোস্টার সব দোকানেই দেখা গেল। কোনও কোনও দোকানে মাস্ক পরে না আসা ক্রেতাকে মাস্ক বিলি করে পরিয়ে তবেই ঘুড়ি ও সুতো বিক্রি করা হচ্ছে।

Burdwan Kite Fair On Makar Sankranti

Advertisement