scorecardresearch
 

Corona Awarness at Coochbehar: মাস্ক মুখে নেই? কোচবিহারের রাস্তায় তেড়ে আসছে করোনা

Corona Awarness at Coochbehar: মাস্ক মুখে নেই? কোচবিহারের রাস্তায় তেড়ে আসছে করোনা

মাস্ক মুখে নেই? কোচবিহারের রাস্তায় বেড়িয়েছেন? ব্যাস ঘাড়ে চেপে বসবে করোনা। এই করোনা আসলে অবশ্য রক্ত মাংসের মানুষ। হেলমেট মাথায় দিয়ে করোনা সেজেছেন কোচবিহারের স্বেছাসেবী সংস্থার কর্মী রাজীব কুমার ঝা । এভাবেই নেমেছেন কোচবিহার শহরের রাস্তায়। কোচবিহার মহকুমা প্রশাসন উদ্যোগ নিয়েছে সাধারণ মানুষকে সচেতন করার। তবে কোচবিহারের বাসিন্দাদের হুঁশ নেই।

Corona Awarness at the road of Coochbehar