Advertisement

'Covid Green Volanteer' Team Has Made in Haldia: হলদিয়ায় 'কোভিড গ্রিন ভলেন্টিয়ার্স' টিম, রয়েছে হেল্পলাইন নম্বরও

হলদিয়া পুর এলাকার নাগরিকদের স্বাস্থ্য পরিষেবা দিতে হলদিয়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজগর আলির উদ্যোগে ৩০০ জন কোভিড যুব যোদ্ধাদের নিয়ে গঠন করা হল " কোভিড গ্রীন ভলেন্টিয়ার্স" টিম। মাস্ক, সেনিটাইজার, ওষুধপত্রের পাশাপাশি এম্বুলেন্স পরিষেবা যেমন থাকছে তেমনি ৮০০১৪৭৭২২৩ নম্বরে ফোন করে যে কোনও পরিষেবার জন্য ফোন করলে ২৪ ঘন্টা পরিষেবা প্রদান করা হবে।

Covid Green Volanteer Team Has Made in Haldia

Advertisement