বিশ্বজুড়ে আবারও Corona ভাইরাসে সংক্রমিত হওয়ার ঘটনা বাড়ছে। ভারতেও করোনার নতুন XE ভ্যারিয়েন্ট উদ্বেগ বাড়িয়েছে। সবথেকে উদ্বেগের বিষয় হল, শিশুরাও নতুন XE ভ্যারিয়েন্টের শিকার হচ্ছে। বিশেষ করে স্কুল খোলার পর শিশুদের সংক্রমিত হওয়ার ঘটনা সামনে আসছে। শিশুদের করোনায় সংক্রমিত হওয়ার লক্ষণগুলি কী কী? চিকিৎসকরা জানিয়েছেন, জ্বর, নাকবন্ধ, গলায় ব্যথা, শরীরে ব্যথা, বমি বমি ভাব, পেট খারাপ এইসব লক্ষণগুলি করোনার উপসর্গ হতে পারে।
covid symptoms of kid in india