এই প্রথম হুগলী জেলায় মহিলা দ্বারা পরিচালিত ভ্যাকসিন কেন্দ্রে (Covid Vaccination Centre run by women) ১০০০ জন মায়ের টিকাকরন করানো হল। শূন্য থেকে ১২বছর বয়স পর্যন্ত যে সমস্ত শিশুদের মায়েরা রয়েছেন তাঁদের মধ্য থেকে মোট ১০০০ জনকে এদিন এই টিকা দেওয়া হয় পোলবা (Polba) গ্রামীন হাসপাতালে। ইতিমধ্যে এই হাসপাতালে ৮৫ হাজার জনের বেশী সাধারণ মানুষেকে টিকা দেওয়া হয়েছে। এখানে পোলবা-দাদপুর ব্লকের বিডিও, জয়েন্ট বিডিও, ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। এই কর্মসুচিকে সার্থক করেন মহিলারাই। লাইন সামলানো থেকে শুরু করে নাম নাম নথিভূক্ত সর্বোপরি টিকা দেওয়া সম্পূর্নটাই পরিচালনা করেন মহিলারা।
Covid Vaccination Centre run by women, 1000 mothers are vaccinated in Polba