Advertisement

Corona: করোনার JN.1 ভেরিয়েন্টের থাবায় অনেক পজিটিভ, বাংলার লেটেস্ট আপডেট| Corona

কোভিডের JN.1 ভেরিয়েন্টকে কেন্দ্র করে ক্রমেই বাড়ছে উদ্বেগ। নভেম্বরে এই ভেরিয়েন্টকে হয় তো ততটা পাত্তা দিচ্ছিলেন না অনেকেই। কিন্তু ডিসেম্বরের শেষে, কোভিডের এই ভেরিয়েন্ট নিয়েই আশঙ্কাই স্বাস্থ্য বিশেষজ্ঞরা। ব্রিটেন, চিন তো বটেই, ভারতেও ক্রমেই বাড়ছে করোনা পজিটিভের সংখ্যা। এই JN.1 ভেরিয়েন্টের কারণেই ইতিমধ্যেই বেশ চিন্তা বাড়িয়েছে কেন্দ্রীয় মন্ত্রকের।

Daily Corona Cases Increase Update

TAGS:
Advertisement