scorecardresearch
 
 

VIDEO: কোভিডের সঙ্গে লড়াই করেই সন্তানের জন্ম দিলেন মা

২৫ বছর বয়সী এক অন্তঃসত্ত্বা কোভিডের সঙ্গে লড়াই করতে করতেই জন্ম দেয় এক সন্তানের। এরকমই এক কঠিন  অবস্থায় থাকা মাকে চিকিৎসার মাধ্যমে সুস্থ করে পুনরায় তার সন্তানের সঙ্গে মিলিত হওয়ার সুযোগ করে দিল কলকাতার আই এল এস হাসপাতাল। কেমন ছিল এই লড়াই? কতখানি অসুবিধার সম্মুখীন হতে হয়েছিল চিকিৎসকদের? তা নিয়েই আজতক বাংলার মুখোমুখি আই এল এস হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার এর পরামর্শদাতা ডঃ কৌশিক বিশ্বাস এবং শিশুরোগ বিশেষজ্ঞ ডক্টর অভিষেক তেওয়ারি।