Advertisement

Fighting Covid: প্রেগন্যান্সিতে COVID সংক্রমণের প্রভাব কেমন? বললেন বিশিষ্ট স্ত্রীরোগ বিশেষজ্ঞ

লড়াইটা শুরু হয়েছে গত বছর থেকেই। বছরের শেষ দিকে একটু হলেও স্বস্তি মিলেছিল। কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি থেকে আবার শুরু হয়েছে করোনা-ঝড়। অতিমারি। এই ব্যাপক অতিমারির বিরুদ্ধে সামনে থেকে লড়ছেন স্বাস্থ্য ক্ষেত্রে যুক্ত সকলেই। সেই লড়াইয়ে যেমন রয়েছেন ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীরা, তেমনই অক্লান্ত লড়াই করছেন হাসপাতালগুলির কর্তৃপক্ষও। কেমন সেই লড়াই? Fighting COVID সিরিজে সাংবাদিক বোরিয়া মজুমদারকে জানালেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ ডা: সীতা রামমূর্তি পাল।

Advertisement