scorecardresearch
 
Advertisement

VIDEO: করোনায় বিনামূল্যে চিকিৎসা, শর্ত- সুস্থ হলে দিতে হবে প্লাজমা

VIDEO: করোনায় বিনামূল্যে চিকিৎসা, শর্ত- সুস্থ হলে দিতে হবে প্লাজমা

ভয়াবহ অতিমারিতে যখন বহু হাসপাতালেই চিকিৎসা না পেয়ে মৃত্যু হচ্ছে বহু করোনা আক্রান্ত রোগীর, ঠিক সেই সময় স্বতঃস্ফূর্ত ভাবে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিতে এগিয়ে এলেন দক্ষিণ শহরতলির এক ডাক্তারবাবু। নাম ডঃ ইন্দ্রনীল বর্গী, পেশায় দক্ষিণ ২৪পরগনার গোসোবা ব্লকের বিএমওএইচ। করোনা পরিস্থিতিতে নিরন্তর পরিষেবা দিতে গিয়ে কিছুদিন আগে নিজেও এই মারণ রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। অসুস্থ হয়ে বাড়িতেই নিভৃতবাসে ছিলেন। তখনই ঠিক করেন বাড়িতে বসে সময় নষ্ট না করে, যে কোনও মূল্যে করোনায় আক্রান্তদের পাশে দাঁড়াতে হবে। সিদ্ধান্ত নেন, বাড়িতে বসেই যে কোনও করোনা রোগীকে চিকিৎসা পরিষেবা দেবেন তিনি, তাও সম্পূর্ণ বিনামূল্যে। তবে পরিষেবা বিনামূল্যে মিললেও, ডাক্তারবাবুর একটি শর্ত আছে। ডঃ ইন্দ্রনীল বর্গি জানিয়েছেন, "করোনা হলে টেলিমেডিসিনের মাধ্যমে বিনা পয়সায় চিকিৎসা করে দেবো, শুধু সুস্থ আমার শর্ত মেনে ওই রোগীকে রক্ত বা প্লাজমা দান করতে হবে কোনো সরকারি হাসপাতালে।

Advertisement