গত কয়েকদিন ধরে রাজ্যে করোনা সংক্রমণ বেড়েছে হু হু করে। প্রশাসনের তরফ থেকে বারে বারে এলাকার মানুষজনকে মাস্ক ব্যবহার করার জন্য সচেতন করা হচ্ছে। কিন্তু তবুও এখনো পর্যন্ত অনেক মানুষজন সচেতন হচ্ছেন না। দায়িত্বজ্ঞানহীনের মত মাস্ক ছাড়াই দোকান, বাজার এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। সেই ছবিই বুধবার সকালে ধরা পড়ল দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং বাজারে। মাস্ক ছাড়াই ক্রেতা, বিক্রেতা উভয়েই বাজারে দেদার ঘুরে বেড়াচ্ছেন। অন্যদিকে ক্যানিং রেল স্টেশন বা ট্রেনেও বহু যাত্রী মাস্ক ছাড়া ঘুরছেন। রেলের তরফে যারা মাস্ক ব্যবহার করবেন না তাদের জন্য ৫০০ টাকা করে জরিমানা করার কথা ঘোষণা করা হলেও কার্যত ক্যানিং স্টেশনে রেল পুলিশের তেমন কোন কড়াকড়ি চোখে পড়েনি। যাত্রীদের অনেকেই মাস্ক ছাড়াই যাতায়াত করলেও তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি রেল পুলিশকে। কার্যত স্টেশন বা ট্রেনে রেল পুলিশের কোন দেখা মেলেনি এদিন।