scorecardresearch
 

Omicron Cases in India: Omicron সংক্রমণ রুখতে কী কী সতর্কতা কলকাতা বিমানবন্দরে?

Omicron Cases in India: Omicron সংক্রমণ রুখতে কী কী সতর্কতা কলকাতা বিমানবন্দরে?

Omicron সংক্রমণ রুখতে একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে কেন্দ্র সরকার। বিমানে বিদেশ থেকে আসা যাত্রীদের জন্যও নির্দেশিকা জারি হয়েছে। দেশের আর পাঁচটি বিমানবন্দরের মতো কলকাতা বিমানবন্দরেও তা কার্যকর হয়েছে। সিঙ্গাপুর ও ব্রিটেন থেকে আসা যাত্রীদের করা হচ্ছে RTPCR টেস্ট। এছাড়াও আরও কী কী সতর্কতা নেওয়া হচ্ছে, দেখে নিন আজতক বাংলার রিপোর্ট।

omicron cases in india