Advertisement

West Bengal Covid Situation: বাজার বন্ধ বাসন্তীতে, সোনারপুরে চলছে পুলিশি অভিযান

সোনারপুর পুর এলাকায় কোভিড আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওযায় রাজপুর-সোনারপুর পুর এলাকায় সমস্ত বাজার বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। আজ সকাল থেকেই বিভিন্ন বাজার এলাকা পরিদর্শন পুলিশের। গড়িয়া বাজারে যৌথভাবে পরিদর্শন করলেন বিধায়ক ও নরেন্দ্রপুর থানার আইসি । প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় ৬,৭,১০ ও ১১ই জানুয়ারি সমস্ত বাজার ও দোকানপাট বন্ধ রাখা হবে। শুধুমাত্র এমারজেন্সি পরিষেবা চালু থাকবে। বাসন্তীতে করোনা ঊর্ধ্বমুখী হওয়ায় বাসন্তী ব্লক প্রশাসনের পক্ষ থেকে বাসন্তী সোনাখালী শিবগঞ্জ সহ আশেপাশের বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ থেকে অর্থাৎ বৃহস্পতিবার থেকে পাঁচ দিন বাজার বন্ধ থাকবে।

sonarpur-rajpur-basanti market closed due to corona

Advertisement