উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলার বাসিন্দা বছর ১১-র এক শিশু এমন একটি অপরাধ করেছে, যা শুনে সবাই প্রায় সকলেই হতবাক হয়ে গিয়েছে। প্রথমে ওই নাবালক ইউটিউব থেকে হ্যাকিং শেখে এবং পরে নিজের বাবাকেই ১০ কোটি টাকা হুমকির দাবিতে মেল করে। শেষে পুলিশ তদন্ত শুরু করলে জানতে পারে যে আইপি অ্যাড্রেস থেকে ইমেল পাঠানো হয়েছিল তা ভুক্তভোগীর বাড়ি থেকে। (সব ছবি-গেটিইমেজেস)
সপ্তাহখানেক আগে গাজিয়াবাদের বাসিন্দা এক ব্যক্তি হুমকি মেল পায়। সেখানে লেখা থাকে, ১০ কোটি টাকা না দিলে তার অশ্লীল ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হবে। এমনকি পরিবারকেও হত্যা করা হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। মেলটি একটি হ্যাকার গ্রুপ থেকে দেওয়া হয়েছিল।
ভুক্তভোগী ব্যক্তি গাজিয়াবাদের বসুন্ধরা কলোনীতে থাকেন। তার অভিযোগ, হুমকিতে স্পষ্টভাবে লেখা আছে, যে আপনি যদি ১০ কোটি টাকা না দেন তবে আপনার অশ্লীল ছবি এবং বাড়ির সদস্যদের ব্যক্তিগত বিবরণ ইন্টারনেটে ভাইরাল করা হবে।
এরপরেই পুলিশের দ্বারস্থ হন ওই ব্যক্তি। তাঁর অভিযোগ, জানুয়ারির ১ তারিখ তাঁর মেল আইডি হ্যাক করা হয়েছিল। সেইসঙ্গে তাঁর মোবাইল নম্বরেও কিছু একটা করা হয়েছিল বলে সন্দেহ তাঁর।অভিযোগ, হ্যাক করে মেলের পাসওয়ার্ড বদলে ফেলা হয়েছিল।
পুলিশের কাছে ওই ব্যক্তি অভিযোগ করে যে হ্যাকাররা তাঁর ব্যক্তিগত জীবনে নজর রাখছে। সেইসঙ্গে পরিবারকেও হুমকি দিচ্ছে। এর পরেই পুলিশ এই মামলায় নড়েচড়ে বসে।
তদন্ত শুরু করতেই পুলিশ হতবাক হয়ে যায়। জানা যায় , যে মেল আইডি থেকে হুমকি আসছিল সেটা ভুক্তভোগীর বাড়ি থেকেই। এরপরেই বাড়ির সদস্যদের জিজ্ঞাসাবাদ শুরু করে। সেখানে অভিযোগকারী ব্যক্তির ১১ বছরের ছেলে অপরাধের কথা স্বীকার করে নেয়।
পুলিশ জানতে পেরেছে, কয়েকদিন আগেই অনলাইন ক্লাসে সাইবার অপরাধ সম্পর্কে একটি বিষয় পড়ানো হয়। তখনই ওই শিশুর মনে এই বিষয়ে আগ্রহ তৈরি হয়।