
উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরের একই রাতে যৌন হেনস্থার শিকার দশম শ্রেণির প্রায় ১৭ জন ছাত্রী। চাঞ্চল্যকর এই ঘটনাটি আসার পরেই নড়েচড়ে বসেছে পুলিশ।

মুজফ্ফরনগরের ইংরেজি মাধ্যম স্কুলে ঘটনা ঘটে। CBSE practical পরীক্ষার প্রস্তূতির জন্য ওই ছাত্রীদের রাতের বেলা ডেকে পাঠানো হয়।

অভিযোগ, সেখানে সব ছাত্রীকে খাবার দেওয়া হয়। কিন্তু সেই খাবার খাওয়ার পরেই ছাত্রীরা বেহুঁশ হয়ে যায়।

অভিযোগ, সেই সুযোগে ছাত্রীদের যৌন নির্যাতন করে স্কুলের মালিক। রাতভর নির্যাতন চালানো হয়। সকালে ছাত্রীদের ছেড়ে দেওয়া হয়।

ভয়ে কোনও ছাত্রীই বাড়িতে এ বিষয় মুখ খুলতে পারেনি। কিন্তু ২ জন ছাত্রী বাড়ি ফিরে পরিবারের কাছে অভিযোগ করে।

সেই নির্যাতিতা ছাত্রীদের পরিবার স্থানীয় বিধায়কের দ্বারস্থ হয়। বিধায়কের কাছ থেকে জানতে পেরে তদন্ত শুরু করে পুলিশ।

পুলিশ ইতিমধ্যে স্কুল মালিককে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু করেছে।

এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা, তাও খোঁজ চলছে।