scorecardresearch
 
Advertisement
অপরাধ

লটারির নামে 'প্রতারণা', আসানসোলে পুলিশের জালে ৮

লটারির নামে প্রতারণার অভিযোগ
  • 1/5

একটি বহুজাতিক সংস্থার নাম করে প্রতারণার অভিযোগে ৮ জনকে গ্রেফতার করল আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol North Police Station)। 

লটারির নামে প্রতারণার অভিযোগ
  • 2/5

ধৃতদের মধ্যে ৬ জনের বাড়ি তেলেঙ্গানা এবং ২ জনের বাড়ি বিহারে বলে জানতে পেরেছে পুলিশ। লটারির নাম করে ওই প্রতারণাচক্র চালান হতে বলে জানতে পেরেছেন পুলিশ আধিকারিকরা। 

লটারির নামে প্রতারণার অভিযোগ
  • 3/5

এই প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (Asansol Durgapur Police Commissionerate) ডিসি সেন্ট্রাল জানান, ওই বহুজাতিক সংস্থার লটারির নাম করে কারও কাছ থেকে ৫ লক্ষ, কারও কাছ থেকে আবার ৬ লক্ষ টাকা প্রতারণা করেছে অভিযুক্তরা।

Advertisement
লটারির নামে প্রতারণার অভিযোগ
  • 4/5

এরপর গত ২ মাস ধরে আসানসোল উত্তর থানা এলাকায় পেয়িং গেস্ট হিসেবে থাকতে শুরু করে তারা। গোপনসূত্রে খবর পেয়ে মঙ্গলবার তাদের গ্রেফতার করে পুলিশ।

লটারির নামে প্রতারণার অভিযোগ
  • 5/5

ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রে আরও কেউ জড়িত রয়েছে কি না তা জানার চেষ্টা করছেন আসানসোল উত্তর থানার পুলিশ আধিকারিকরা। 

Advertisement